Dhaka , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এন.সি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুত স্টেডিয়াম নির্মাণ ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে কুলাউড়ায় অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও পাঁচ শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, সাবেক ফুটবলার শেখ আলী আজন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, সংগঠক হেমন্ত চন্দ্র পাল, ক্রীড়া সংগঠক সারোয়ার আলম বেলাল, তোফায়েল আহমদ ডালিম, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, মুসা আহমদ সুয়েট, সোহেল আহমদ, রেজাউল আলম ভূঁইয়া খোকন, সৈয়দ হৃদয় আহমদ সদর, নাজমুল বারী সোহেল, আলমাছ পারভেজ তালুকদার, রফি আহমদ তানিম, কাওসার আহমদ বাপ্পু, ক্রিকেটার মোকাম্মেল আলী শাহেদ, কাওসার আহমদ বাবলু, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট বিভাগের মধ্যে ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হলো কুলাউড়া।

কিন্তু দুঃখের বিষয় এখানে একটি স্টেডিয়াম নেই। অতীতে অনেকবার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় কুলাউড়ার ক্রীড়ামোদী মহলে হতাশা ও ক্ষোভ দেখা দেয়। তাই উঠতি বয়সী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও যুব সমাজকে রক্ষা করতে স্টেডিয়াম নির্মাণে সরকারকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, খেলার জন্য নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করা হয়।


এটি একটি ঐতিহ্যবাহী মাঠ। কয়েক যুগ ধরে এই মাঠে খেলাধুলা করে আসছে কুলাউড়ার যুব ও তরুণ সমাজ। কিন্তু সেই মাঠটিও আজ বেহাল। বেশিরভাগ সময় মাঠটি খেলার অনুপযোগী থাকে।

অবিলম্বে মাঠটি সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং কুলাউড়ায় একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান বক্তারা।

কর্মসূচি শেষে কুলাউড়ার ক্রীড়া সংগঠনের পক্ষে সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এন.সি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

Update Time : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুত স্টেডিয়াম নির্মাণ ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে কুলাউড়ায় অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও পাঁচ শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, সাবেক ফুটবলার শেখ আলী আজন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, সংগঠক হেমন্ত চন্দ্র পাল, ক্রীড়া সংগঠক সারোয়ার আলম বেলাল, তোফায়েল আহমদ ডালিম, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, মুসা আহমদ সুয়েট, সোহেল আহমদ, রেজাউল আলম ভূঁইয়া খোকন, সৈয়দ হৃদয় আহমদ সদর, নাজমুল বারী সোহেল, আলমাছ পারভেজ তালুকদার, রফি আহমদ তানিম, কাওসার আহমদ বাপ্পু, ক্রিকেটার মোকাম্মেল আলী শাহেদ, কাওসার আহমদ বাবলু, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট বিভাগের মধ্যে ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হলো কুলাউড়া।

কিন্তু দুঃখের বিষয় এখানে একটি স্টেডিয়াম নেই। অতীতে অনেকবার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় কুলাউড়ার ক্রীড়ামোদী মহলে হতাশা ও ক্ষোভ দেখা দেয়। তাই উঠতি বয়সী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও যুব সমাজকে রক্ষা করতে স্টেডিয়াম নির্মাণে সরকারকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, খেলার জন্য নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করা হয়।


এটি একটি ঐতিহ্যবাহী মাঠ। কয়েক যুগ ধরে এই মাঠে খেলাধুলা করে আসছে কুলাউড়ার যুব ও তরুণ সমাজ। কিন্তু সেই মাঠটিও আজ বেহাল। বেশিরভাগ সময় মাঠটি খেলার অনুপযোগী থাকে।

অবিলম্বে মাঠটি সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং কুলাউড়ায় একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান বক্তারা।

কর্মসূচি শেষে কুলাউড়ার ক্রীড়া সংগঠনের পক্ষে সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।