ডেক্স রিপোর্ট
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়। বিএনপি পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয়।”
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় বিএনপি মহাসচিব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি জনগণভিত্তিক সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।