
ডেস্ক রিপোর্ট
মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসূলুল্লাহ (সা.)-এর ৩৯তম বংশধর সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া বলেছেন— “কুরআন মজীদ আল্লাহর কালাম। এর মাধ্যমে আল্লাহ তাঁর হাবীবকে সম্মানিত করেছেন এবং এর দ্বারা আমরাও সম্মানিত হয়েছি। কুরআন তিলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে নেকী পাওয়া যায়। তবে কুরআন শুধু তিলাওয়াত বা মুখস্ত করলে হবে না, বরং এর পাশাপাশি কুরআন নিয়ে চিন্তা-গবেষণায় মনোনিবেশ করতে হবে।”
তিনি বলেন, স্বয়ং আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কুরআন নিয়ে তাফাক্কুর-তাদাব্বুর তথা চিন্তা ও গবেষণার কথা উল্লেখ করেছেন এবং তাতে উৎসাহিত করেছেন। হাদীস উদ্ধৃত করে তিনি সতর্ক করেন যে, এমন কিছু লোক আসবে যারা তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নিচে প্রবেশ করবে না। তাই আমাদের কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড প্রতিষ্ঠিত “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার বিতরণী ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। যৌথ সঞ্চালনায় ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান ও মাওলানা বেলাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসূল (সা.)-এর ৩৯তম বংশধর জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সায়্যিদ হামযা আসিম আদী ইয়াহইয়া, আনজুমানে আল ইসলাহর নির্বাহী সভাপতি প্রিন্সিপাল মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনঈম, মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, হাফিয আব্দুশ শহীদ, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, মাওলানা ছালেহ আমদ বেতকোণী, মাওলানা ফরিদ উদ্দিন আতহার, মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদারসহ দেশ-বিদেশের বহু আলেমে কেরাম।
দুই অধিবেশনে বিভক্ত এ মহাসম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফেয মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। এতে রাসূল (সা.)-এর ৪০তম বংশধরসহ আরও অনেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০০ হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়।
এ ছাড়া বোর্ডের বিভিন্ন দায়িত্বশীল ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।