নিজস্ব প্রতিবেদন
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড আয়োজিত পাগড়ি বিতরণী মাহফিল এবং হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব ফুলতলী) পরিচালিত হাদীস শরীফ ও দালাইলুল খাইরাত শরীফের সনদ বিতরণী মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশে পা রেখেছেন বিশ্বখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব।
মদিনা মুনাওয়ারার বিশিষ্ট বুযুর্গ শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া এবং জেদ্দার প্রখ্যাত আলেম শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আগমনের পর বিমানবন্দরে স্থানীয় আলেম-ওলামা, মাশায়েখ, দ্বীনি শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলিম জনতা তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। অতিথিবৃন্দকে ঘিরে বিমানবন্দরে এক হৃদয়গ্রাহী ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। পরে জকিগ্জ ফুলতলীর সাহেব বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হোন, সেখানে পৌঁছে প্রথমে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব (রহঃ),র কবর শরিফ যিয়ারত করেন।
উল্লেখ্য, আসন্ন পাগড়ি বিতরণী মাহফিল ও সনদ বিতরণ অনুষ্ঠানটি দেশের ইসলামী অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে দেশ-বিদেশের বহু আলেম-ওলামা, কারি, হাফেজ ও মাদরাসা শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিকতার উজ্জ্বল দৃষ্টান্ত এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে ধর্মপ্রাণ জনতার মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মূল্যবান ওয়াজ এবং সনদ ও পাগড়ি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।