
নাটোরের বড়াইগ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় নিখোঁজের একদিন পর মাত্র ৭ বছর বয়সী এক নিষ্পাপ শিশুর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখমণ্ডল এমনভাবে ঝলসে দেয়া হয়েছিল, যেন তাকে আর চেনাই না যায় — যেন তার পরিচয় মুছে ফেলাই ছিল কারও নির্মম ইচ্ছা।
মঙ্গলবার (১৫ মার্চ), পাবনার চাটমোহরের গফরগাঁও এলাকার একটি নির্জন ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটির দেহ। পরিবারের দাবি, তাকে নির্যাতনের পর নির্মমভাবে জীবন থেকে ছিনিয়ে নেয়া হয়েছে।
সোমবার বিকেলে ছোট্ট মেয়েটি গিয়েছিল তার দাদির বোনের বাড়িতে। খেলতে যাওয়ার আনন্দে হয়তো তার মুখে ছিল চিরচেনা হাসি। কিন্তু সন্ধ্যা নামতেই সে আর ফিরেনি। খোঁজাখুঁজির পর পাওয়া গেল শুধু নিথর দেহ— নিঃশব্দ আর নিস্তব্ধ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, শিশুটির মুখ এমনভাবে ঝলসে দেয়া হয়েছে, যাতে তাকে কেউ চিনতে না পারে— যা আরো বিভীষিকাময় করে তোলে এই ঘটনা। মামলা হবে চাটমোহর থানায়।
একটি নিষ্পাপ প্রাণের এমন নির্মম পরিণতি কাঁদিয়ে তুলেছে গোটা এলাকা। একটি শিশুর হাসি আজ চিরতরে স্তব্ধ হয়ে গেছে, রেখে গেছে কান্নার সুর।