
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যাকাণ্ডসহ ২৪টি মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঁঞা জানিয়েছেন, রাকিব দীর্ঘদিন ধরে যশোরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা, সাতটি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা ও চাঁদাবাজিসহ মোট ২৪টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, রাকিব রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যান তিনি। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের জগতে ফিরে আসতেন।
সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান। কিন্তু যশোরে ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন। পুলিশের দাবি, তাকে গ্রেফতারের ফলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।