
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পালানোর চেষ্টা করতে গিয়ে বোরকা পরা অবস্থায় ধরা পড়েন তিনি।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিকলী পশ্চিমপাড়ার এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহ আলম তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহ আলম দ্রুত পালিয়ে যায়। পরে মেয়েটির মা মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোরকা পরে পালানোর চেষ্টা করছিল শাহ আলম। তবে পুলিশের কড়া নজরদারির কারণে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিটও জব্দ করা হয়েছে।
অভিযুক্ত শাহ আলম জানায়, বন্ধু সোহেলের পরামর্শে সে স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালানোর চেষ্টা করছিল।
বুধবার (১৯ মার্চ) সকালে শাহ আলমকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Reporter Name 














