
লা লিগায় এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে আনচেলত্তির দল বার্সেলোনাকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে।
শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। কর্নার থেকে হুয়ান ফয়েথ দুরূহ অবস্থান থেকে বাঁ পায়ে গোল করে দলকে এগিয়ে নেন।
গোল খাওয়ার পরই ঘুরে দাঁড়ায় রিয়াল। ম্যাচের ২৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে অতিথিরা। এরপর লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, যা রিয়ালকে লিড এনে দেয়।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে তারা। অন্যদিকে, দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।